Flask Setup

  1. যে ড্রাইভে সেটআপ করতে চাও সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট কর যার নাম দাও flask_project
  2. এরপর এর ভেতরে আরও একটি ফোল্ডার ক্রিয়েট কর যার নাম দাও app
  3. এরপর app এর ভেতর আরও দুটি ফোল্ডার ক্রিয়েট কর জাদের নাম দাও static ও templates

flask_project
….app
………….static
………….templates

এখন কমান্ড প্রমট ওপেন করে flask_project ফোল্ডার এ যাও
Command Prompt

এখন virtual machine environment ক্রিয়েট করার জন্য নিচের কমান্ড দিয়ে।

D:\Flask_project> python -m venv env

এরপর নামে env একটি ফোল্ডার দেখতে পাবে flask_project এর ভেতর।

আমদের virtual machine environment ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একে অ্যাক্টিভ করব নিচের কমান্ড দিয়ে।

D:\Flask_project>env\scripts\activate
(env)D:\Flask_project>

এখন  Flask ইন্সটল করব নিচের কমান্ড দিয়ে।

(env)D:\Flask_project> pip install flask

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *