User Input

ইউজার থেকে ইনপুট নেয়ার জন্য নিচের কোডটি লিখতে হবে।

n = input("Enter a value: ")

এই ইনপুটটি হচ্ছে স্ট্রিং টাইপ। আমরা একে নাম্বার এ কনভার্ট করতে পারি।

n = int(input("Enter a value: "))

এখন আমরা কিভাবে একটা লিস্ট এ একাধিক ইনপুট নিবো তা দেখবো।

আমরা অন্যভাবেও লিখতে পারি।

li=[] # list type variable declaration

li = input().split() # taking input
for i in range(len(li)): # converting value in integer
  li[i]=int(li[i])

for i in range (len(li)): # printing output
  print(li[i], end=" ")

এখন আমরা কিভাবে একটা লিস্ট এ একাধিক ইন্টিজার ইনপুট নিবো তা দেখবো।

li  = [int(i) for i in input().split()]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *