Python Variable

ভেরিয়েবল বা চলকঃ অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মত পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না। ভেরিয়েবল এ যে মান দেয়া হয় সেটার উপর ভিত্তি করে ভেরিয়েবল টাইপ নির্ধারিত হয়।

x=10 # Integer Variable assigned 
y=20.5 # Float Variable assigned
s='Bangladesh' # String Variable assigned

তবে আমরা ভেরিয়েবল এর টাইপ বের করতে পারি

x = 10
y=4.5
s = 'Bangladesh'
print(type(x)) # output: <type 'int'>
print(type(y))  # output: <type 'float'>
print(type(s)) # output: <type 'str'>

পাইথনে কমপ্লেক্স টাইপ ভেরিয়েবলও আছে

x = 2j
y = -5j
z = 10+2j

# some example

print(type(x)) # output: <type 'complex'>
print(type(y)) # output: <type 'complex'>
print(type(z)) # output: <type 'complex'>

তবে  এক ভেরিয়েবলকে অন্য ভেরিয়েবলে রূপান্তর করা যায়। একে ভেরিয়েবল কাস্টিং বলা হয়।

x = int(10.2)   # x will be 10 with integer type
y = float(10)   # y will be 10.0 with float type
z = str(10) 	# z will be '10' with string type

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *